কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় সকালে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আব্দুল হাকিম, চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুলাহ, পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চেয়ারম্যান গাজী শওকত হোসেন, চেয়ারম্যান আলিম আল-রাজি টোকন, চেয়ারম্যান নাজমুল হাসান, কালিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি কাজী কাউফিল ওয়ারা সজল, কালিগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রেফারি শেখ ইকবালার বাবলু ও অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্টানে সাংবাদিক, সুধি ও ফুটবল প্রিয় দর্শক উপস্থিত ছিলেন। সকালে উদ্বোধনী খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ কে হারিয়ে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করে দ্বিতীয় খেলায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ কে হারিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ জয়লাভ করে তৃতীয় খেলায় তারালি ইউনিয়ন পরিষদ কে হারিয়ে নলতা ইউনিয়ন পরিষদ জয় লাভ করে চতুর্থ খেলায় চম্পাফুল ইউনিয়ন পরিষদ কে হারিয়ে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ জয় লাভ করে বিকালের পর্বে ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদ কে হারিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে এবং শেষ খেলায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ও রতনপুর ইউনিয়ন পরিষদ টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা আগামী শনিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।