কাালিগঞ্জ ব্যুরোঃ কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হৎেয়ছে। এ লক্ষ্যে যুব সমাবেশ, র্যালী আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে গতকাল সকাল ১০টায় উপজেলা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী । উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার অজিত কুমার নন্দী, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের তাপসী রানী বালা প্রমূখ। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নারী নেত্রী, যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে শুরুতেই র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।