বিশেষ প্রতিনিধি ॥ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। গতকাল ২১ অক্টোবর শনিবার বিকাল থেকে গভীর রাত্র পযর্ন্ত সাতক্ষীরা ৪ নির্বাচনী এলাকার আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর, মৌতলা, দক্ষিণ শ্রীপুর, কুশলিয়া, বিষ্ণুপুর, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন, দর্শনার্থী-দুর্গাপূজা কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন পুজা মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, সকলকে ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া আওয়ামী লীগ সরকারের কাজ। সরকার তা দিয়ে আসছে এবং আগামীতেও দিবে। আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করবেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, মোঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মেহেদী হাসান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুর রফিক, সমাজসেবক শিক্ষক মোঃ আমিনুর রহমান বকুল, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাহিন হোসেন, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।