কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কার্যক্রমের আওতায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গনে একটি কৃষ্ণচূড়া ও একটি কদবেলের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, কালিগঞ্জ মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সখিনা পারভীন, প্রকল্প পরিচালক শেখ আব্দুলাহ, দৈনিক দৃষ্টিপাতের কালীগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী বৃন্দ প্রমূখ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে মিশন মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ হতে উপজেলার প্রায় শতাধিক সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বোনজ ও ভেজষ প্রজাতির বৃক্ষ বিতারন করা হয়।