কালিগঞ্জ ব্যুরোঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালয়ের পাশে এক সমাবেশ ও ধর্মীয় আলোচনায় মিলিত হয়। কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎকুমার গাইনের সভাপতিত্বে ও চিকিৎসক মিলন ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানা ওসি মামুন রহমান, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, আ’লীগের নেতা রনি আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি কৃষ্ণপদ সরকার, সজল মুখার্জি, অসিত সেন ,রনজিৎ সরকার, কোষাধাক্ষ বরুণ ঘোষ, ধলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘরামি প্রমূখ। আলোচনা সভা শেষে ধর্মীয় আলোচনা করেন শ্যামনগরের গোপাল কৃষ্ণ দাস। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ ১২টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদ সভাপতি সাধারণ সম্পাদকসহ কৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন। এছাড়া কালিগঞ্জ বিভিন্ন ইউনিয়নে জন্মাষ্টমী পালিত হয়েছে।