কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলার পিরোজপুর কাটাখালি মেহেদী স্মার্ট এগ্রিকালচার পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হক ও উপসচিব সুজয় চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রজেক্টর পিডি ফজলুল হক মনি, প্রজেক্ট এর পরিচালক ও কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। গতকাল সকালে মেহেদী স্মার্ট এগ্রো প্রজেক্ট এর কার্যক্রম কৃষি মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ ঘুরে ঘুরে দেখেন। এ ধরনের একটি বড় প্রকল্প হাতে নেওয়ায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী কে ধন্যবাদ জানান। উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি বলেন আমি উপজেলা চেয়ারম্যানের চেয়ে আমি একজন কৃষক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পিরোজপুর কাটাখালিতে প্রায় একশত বিঘা জমির উপর ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালিগঞ্জ সাতক্ষীরা সহযোগিতায় মেহেদী স্মার্ট এগ্রো প্রজেক্ট প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে। মেহেদী স্মার্ট এগ্রো এর মিশন ও ভিশন হল রোগমুক্ত চারা স্মার্ট কৃষি উপকরণ সরবরাহ। বেকার শিক্ষিত তরুণদের স্মার্ট টেকসই বাণিজ্যিক কৃষি উদ্যোক্তার জন্য হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থানও হবে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ১৫ লক্ষ টাকা প্রজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি পিডি ফজলুল হক মনি সার্বিক পরামর্শ ও সহযোগিতা করে আসছেন। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষিকে প্রধান্য দিয়েছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলে এ ধরনের একটি বড় প্রজেক্ট স্মার্ট কৃষি প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় কোটি টাকার মত খরচ হবে বলে ধারণা করা।