কালিগঞ্জ বুরোঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে মুজিবনগর দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো এবাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পলী দারিদ্র বিমোচন কর্মকর্তা রুদ্র কিশোর মলিক প্রমূখ। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা সহ কালিগঞ্জ উপজেলায় আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।