স্টাফ রিপোর্টার: পাটকেলঘাটার কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শেখ আরিফ হোসেন। এলাকার শিক্ষানুরাগী এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত শেখ আরিফ হোসেন সাতক্ষীরা আয়কর অফিসে কর্মরত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর মো: আবদুছ সাত্তার মিয়অ স্বাক্ষরিত পত্রে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হয়েছে। কমিটির অপরাপর সদস্যরা হলেন মাদ্রাসা সুপার সদস্য সচিব, অভিভাবক সদস্য মোসলেম উদ্দীন শিক্ষক সদস্য মো: হাসানুজ্জামান। শেখ আরিফ হোসেন সভাপতি মনোনীত হওয়ায় মাদ্রাসার শিক্ষক কর্মচারী, অভিভাবকসহ এলাকাবাসী খুশি হয়েছেন। সভাপতি শেখ আরিফ হোসেন দৃষ্টিপাতকে জানান আমার এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে, পড়ালেখায় আমি সাধ্যমত চেষ্টা করে চলেছি। অত্র মাদ্রাসার উন্নয়নে আমি অতীতের এবং বর্তমানের ন্যায় আগামীতেও নিষ্ঠার সাথে কাজ করে যাব। আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে কাজ করে যেতে চাই।