কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি \ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাশিমাড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাশিমাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এ ইউ এম গোলাম বারী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল এবং শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আজিজুল হক সরদার, জামায়াতে ইসলামী কাশিমাড়ী ইউনিয়ন আমির মাওলানা রুহুল কুদ্দুস, সাবেক আমীর মাওলানা নজরুল ইসলাম, যুব বিভাগের শ্যামনগর উপজেলা সভাপতি সাইদী হাসান ও প্রভাষক আব্দুস সামাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ আজহারুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব ও ইসলামের আদর্শ নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, “রমজান ধৈর্য ও আত্মসংযমের মাস। এই মাস আমাদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়।” সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।