কাশিমাড়ী প্রতিনিধি \ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কাশিমাড়ী মাছের সেট সংলগ্নে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আজিজুল হক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য দেন ও অফিস উদ্বোধন করেন বাংলাদেশ যুব দলের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, আরো ভার্চুয়ালে বক্তব্য দেন লন্ডন বিএনপি’র যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ মুন্না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুর রহমান আমিন বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এ ফ্যসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি। এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও নেকহায়াত কামনা করা হয়েছে। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজুর রহমান ঢালী, জামিলুল রহমান বাবলু, মোঃ আনোয়ার হোসেন ঢালী, মোঃ আখতার ফারুক, খোকন পাকানি, যুবদল নেতা মোঃ হাবিবুর রহমান, মোঃ কামারুজ্জামান, মোঃ আব্দুল আলিম, আল—আমিন হোসেন প্রমূখ।