বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গোবিন্দপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় কাশিমাড়ী বাসীর আয়োজনে উপজেলার গোবিন্দপুর গাজী বাড়ী দক্ষিণ বিলে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে কয়েক হাজার নারী-পুরুষ, শিশু ও হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঘোড়দৌড় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ও বক্তব্য রাখেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিস। প্রতিযোগিতায় জেলা ও জেলার বাহিরে বিভিন্ন অঞ্চল থেকে ১০টি ঘোড়া অংশ করে। এর মধ্যে যশোর অভয়নগর উপজেলার ঘোড়সোওয়ারি প্রথম স্থান অধিকার করে।