হাফিজুর রহমান কাশিমাড়ী থেকে ॥ শ্যামনগর উপজেলার উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে অসুস্থ এক আওয়ামী লীগ নেতার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিলেন সাতক্ষীরা- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। অসুস্থ আওয়ামী লীগ নেতা শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র অন্যতম সদস্য কে এম আব্দুল গনি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। অর্থের অভাবে ঠিক ভাবে চিকিৎসা হতে পারছিলেন না। কে এম আব্দুল গনির অসুস্থতার খবর পেয়ে রবিবার (০৭এপ্রিল) বিকালে সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম আাতাউল হক দোলন তাকে দেখতে ছুটে আসেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কে এম আব্দুল গনির বাড়িতে গিয়ে তাঁর খোঁজ-খবর নেন। একইসঙ্গে তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেন তিনি। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ২ নং নম্বর কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনে, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান দুখী, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কে এম শরিফুল ইসলাম বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য এস এম শাহাবুদ্দিন, মেহেদী হাসান মারুফ, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সানা, মোঃ রফিকুল ইসলাম সানা, এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং দলীয় সংগঠনের নেতাকর্মীবৃন্দ।