আলা উদ্দিন কাশিমাড়ী থেকে \ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫ টায় ইউনিয়ন আ’লীগের আয়োজনে আ’লীগ কার্যালয়ে এস এম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এস এম রেজাউল ইসলাম সহ আ’লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।