কাশিমাড়ী প্রতিনিধি ॥ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামী ১০ ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে গনসচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কাশিমাড়ীর বিভিন্ন জায়গায় র্যালীটি প্রদক্ষিন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন ঢালী, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল অহিদ গাজী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দীন সানা, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামিরুল আলম বাবলু, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহিদা পারভীন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা পারভীন, সহ কাশিমাড়ী ইউনিয়নের সকল সিপিপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।