কাশিমাড়ী প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৬নং ও ৮নং ইউনিট সিপিপি স্বেচ্ছাসেবকদের নিয়ে ২ দিন ব্যাপি দুর্যোগ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অর্থায়নে ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) শ্যামনগর এর আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৬নং ও ৮নং ইউনিট সিপিপি স্বেচ্ছাসেবকদের নিয়ে দুই দিন ব্যাপী দুর্যোগ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গত কাল সোমবার ও মঙ্গলবার কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর হল রুমে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সিপিপি সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মদ, প্রশিক্ষণ উদ্বোধন করেন- শ্যামনগর উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউনিয়ন ডেপুটি টিম লিডার মাহফুজুল ইসলাম বাচ্চু, কাশিমাড়ী ৬নং ইউনিট টিম লিডার খলিলুর রহমান, ৮নং ইউনিট টিম লিডার গাজী আনিছুর রহমান প্রমূখসহ ৬নং ও ৮নং ইউনিট এর সকল স্বেচ্ছাসেবক নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।