মোঃ হাফিজুর রহমান, কাশিমাড়ী থেকে ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক’কে বিজয়ী করার লক্ষ্যে সাতক্ষীরা ০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০২ জানুয়ারী) বিকেলে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাশিমাড়ী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে ফজলুল হক, অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০৪ (শ্যামনগর -কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। সাতক্ষীরা ৪ আসনে নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন তিনি বলেন আমি আপনাদের দেওয়া ভালোবাসায় মুগ্ধ হয়েছি। বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় মূল্যবান ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভূমিকা রাখবেন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের জন্য কাজ করব।ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দেবেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার নদী ভাঙ্গনসহ বিভিন্ন রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। এ সময় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি এম শফিউল আজম লেলিন,জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ,কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক জামরুল আলম বাবু, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা বাংলা, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, এ্যাডঃ মোজাহার আলী কান্টু, স ম আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন মন্ডল, মোঃ আব্দুস সবুর মোল্লা, কাশিমাড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাক্ষ গাজী শফিকুল ইসলাম সহ চেয়ারম্যানবৃন্দ, সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী।