এম.আসাদ শ্যামনগর ব্যুরোঃ সড়ক ও জনপদ বিভাগের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর জয়নগর থেকে গোবিন্দপুর পর্যন্ত দীর্ঘ ২৫০০ মিটার কার্পেটিং রাস্তার পিচ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পিচ ঢালাই কাজ উদ্বোধন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান, রোর্ড সুপারভাইজার বরুন বসু, গৌরপদ সরকার, সাংবাদিক ডি এম আব্দুলাহ আল মামুন, রোর্ড সাইড ম্যানেজার আব্দুল্যাহ, ডাঃ ইউসুফ আলী প্রমূখ। উদ্বোধন শেষে রাস্তার পিচ ঢালাই কাজ চলাকালে পরিদর্শনে আসেন সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা বির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন রাস্তার কন্টাক্টর আশরাফ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।