কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন ইউপির আয়োজনে এতে ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রন্জন মন্ডল। মাস্টার মোঃ নাসিরউদ্দীনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আকবর আলী পিয়াদা, রাজাগুলা বাহার, জবেদ আলী গাজী, শামসুর রহমান দুখী, আব্দুল গফুর, আনছার আলী মোড়ল, নজরুল কারিকর, মোহর আলী, মাওলা বক্স ঢালী, আব্দুল খালেক সহ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সানা, আব্দুস সবুর গাজী, আনোয়ার হোসেন ঢালী, হামিদুল কবীর বাবু, জামিরুল আলম বাবলু, গাজী আকতার ফারুক, আব্দুল মজিদ, আব্দুল অহিদ গাজী, আজহারুল ইসলাম, পাপিয়া হক, সাহিদা পারভীন ও হোসনেয়ারা পারভীন রেনু সহ ইউনিয়নের গণ্যমাণ্যব্যক্তিবর্গ ।