কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কাশিমাড়ী বাজার ত্রিমোহনা চত্বরে ৫নং ওয়ার্ডের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আব্দুল অহিদ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। শামীম আল মাসুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, জবেদ আলী গাজী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহিম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পাপিয়া হক সহ ৫নং ওয়ার্ডের গণ্যমাণ্যব্যক্তিবর্গ।