এফএনএস বিদেশ: ভারতের জম্মু ও কাশ্মিরের বুধগ্রাম জেলার এক সরকারি কার্যালয়ে প্রবেশ করে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। কাশ্মিরি পন্ডিত রাহুল ভাটের ওপর চাদুরা গ্রামের তহশিল অফিসে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী তহশিল অফিসে প্রবেশ করে সেখানে কর্মরত রাহুল ভাটের ওপর কাছ থেকে গুলি চালায়। গত আট মাস ধরে কাশ্মিরে অভিবাসী কর্মী এবং স্থানীয় সংখ্যালঘুদের নিশানা বানানো হচ্ছে। তার সবশেষ নজির এই হত্যাকান্ড। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে গত বছরের অক্টোবর থেকে টার্গেট কিলিং শুরু হয়। এতে মূলত জম্মু ও কাশ্মিরের বাইরে থেকে কাজের খোঁজে যাওয়া অভিবাসী এবং সংখ্যালঘু কাশ্মিরি পন্ডিতদের নিশানা বানানো হচ্ছে। অক্টোবর মাসে পাঁচ দিনের মধ্যে সাত বেসামরিককে হত্যা করা হয়। এদের মধ্যে একজন কাশ্মিরি পন্ডিত, একজন শিখ, এবং দুইজন অনাবাসী হিন্দু ছিলেন। এর কয়েক দিন পরই কাশ্মিরি পন্ডিতদের শহর শেখপোরা ভুতুড়ে শহরে পরিণত হতে শুরু করে। বেশিরভাগ পরিবার এলাকা ছেড়ে যায়। নিরাপত্তা বাহিনী অভিযান জোরালো করে এবং বিচ্ছিন্নতাবাদের সমর্থকদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, জম্মু ও কাশ্মিরে অন্তত ১৬৮ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছে। এর মধ্যে ৭৫ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ভারতের বিরোধী দল কংগ্রেস প্রায়ই অভিযোগ তুলে থাকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কাশ্মির উপত্যকার নিরীহ মানুষকে রক্ষায় ব্যর্থ হয়েছে। সূত্র: এনডিটিভি।