এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেছে। দুই দেশের সাম্প্রতিক তীব্র অবস্থান ও পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই আলোচনায় সংঘর্ষ এড়াতে উভয় দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে পরিষদের সদস্য রাষ্ট্রগুলো।
গতকাল মঙ্গলবার (স্থানীয় সময়) নিউইয়র্কে অনুষ্ঠিত ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের এই বৈঠকে স্থায়ী পাঁচটি ও অস্থায়ী দশটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও, পাকিস্তান দাবি করেছে তাদের কূটনৈতিক লক্ষ্যগুলোর বেশির ভাগই পূর্ণ হয়েছে।
পাকিস্তানের অনুরোধে ডাকা এই রুদ্ধদ্বার বৈঠকে স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার পাকিস্তানের অবস্থান তুলে ধরেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কাশ্মীর একটি দীর্ঘস্থায়ী বিরোধ এবং দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এই সংকটের সমাধান আবশ্যক।”
তিনি ভারতের সাম্প্রতিক একতরফা সিদ্ধান্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তা পরিষদে পাকিস্তান সেই বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরেছে বলেও উল্লেখ করেন। আসিম ইফতিখার আরও বলেন, “কাশ্মীরি জনগণের অংশগ্রহণ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, “হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত।” পাশাপাশি তিনি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ভুল করবেন নাÑসামরিক সংঘর্ষ কোনো সমাধান নয়। আমি উভয় সরকারকে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত।”
এই বৈঠক থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও, আন্তর্জাতিক মহলে দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য সংঘর্ষ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কাশ্মীর ইস্যেুত দুই দেশের মধ্যে উত্তেজনার এই ধারা অব্যাহত থাকলে তা গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।