বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

কাশ্মীর হামলার পর নিরাপত্তা ঝুঁকিতে ঘুরপথে ফিরলেন মোদী পাকিস্তানের আকাশসীমা এড়াল ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

এফএনএস আন্তার্জাতিক ডেস্ক: কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু ভারতজুড়ে শোক এবং ক্ষোভের ঢেউ তোলে। এই ঘটনার পরপরই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ফেরার সময় তার বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ নিরাপত্তাজনিত আশঙ্কায় পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ঘুরপথে দিল্লি পৌঁছায়, যা এ মুহূর্তে আঞ্চলিক উত্তেজনার একটি তাৎপর্যপূর্ণ প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি মঙ্গলবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেও, রাতে ফেরার সময় সেটি আরব সাগরের উপর দিয়ে ঘুরে গুজরাট হয়ে দিল্লি পৌঁছায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, কাশ্মীর হামলার প্রেক্ষাপটে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রধানমন্ত্রীর ফ্লাইটে কোনো সম্ভাব্য হুমকির আশঙ্কায় এই বিকল্প রুট গ্রহণ করে।
কাশ্মীরের পহেলগাঁও এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই হামলায় নিহত হন অন্তত ২৬ জন পর্যটক, যাদের অনেকেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত ছিলেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঘটনার খবর পাওয়ার পরই সৌদি সফর সংক্ষিপ্ত করে মোদী রাতে দেশে ফিরে আসেন। বুধবার ভোরে নয়াদিল্লির পলাম বিমান ঘাঁটিতে পৌঁছার পরপরই তিনি বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। পরে তিনি ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকের সভাপতিত্ব করেন।
এনডিটিভি ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) ছায়া সংগঠন ‘দ্য রেজিট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। যদিও ভারতের সরকারিভাবে এ তথ্য নিশ্চিত করা হয়নি।
এই বর্বরোচিত হামলার ঘটনায় বিশ^নেতারা নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “কাশ্মীরের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে আছে আমেরিকা।” তিনি মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাশ্মীর হামলাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। ভারত-সৌদি সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারে উভয় দেশ সম্মত হয়েছে বলেও জানান সৌদিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com