মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান সাতক্ষীরায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন অবহিতকরন সভা অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির সাথে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের মতবিনিময় আমি একা নই, চেয়ারম্যান হবে সদর উপজেলার ৪ লক্ষ ভোটার: মশিউর রহমান বাবু আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ

কিউইদের জয়রথ থামিয়ে জয়ের পথেই ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক ॥ ম্যাট হেনরির বাউন্সার পুল করলেন রবীন্দ্র জাদেজা। ডিপ স্কয়ার লেগের ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানায়। জয়ের আনন্দে ড্রেসিং রুমে আলিঙ্গন করতে দেখা গেল ভিরাট কোহলি ও রোহিত শার্মাকে। ওই মুহূর্তে মাঠে থাকতে পারতেন কোহলি। হতে পারত তার সেঞ্চুরি, ছুঁতে পারতেন সাচিন টেন্ডুলকারকে। তা হয়নি ঠিকই, তবে নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা ঠিকই ধরে রাখল ভারত। ধারামশালায় রোববার কিউইদের বিপক্ষে ভারতের জয় ৪ উইকেটে। ২৭৪ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতেই টপকে গেছে স্বাগতিকরা। চলতি বিশ্বকাপে এ নিয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতল ভারত। চার ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল গত দুই আসরের রানার্স-আপরা। চার ম্যাচ পর প্রথমবার সুযোগ পেয়েই ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। দলের জয়ে তিনিই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়ায় দায়িত্ব নিয়ে ৯৫ রানের ইনিংস খেলেছেন কোহলি। জয়ের জন্য যখন প্রয়োজন ৫ রান, সেঞ্চুরি ছুঁতে কোহলিরও বাকি ছিল ঠিক ৫ রান। হেনরির তৃতীয় বলে সিঙ্গেল না নিয়ে স্ট্রাইক ধরে রাখেন কোহলি। পরের বলে ছক্কা মারতে গিয়ে ধরা পড়ে যান ওয়াইড লং অন সীমানায়। এ নিয়ে সপ্তমবার কোহলির ইনিংস থামল নব্বইয়ের ঘরে। বিশ্বকাপে প্রথম। ফলে আরও একটু বাড়ল সাচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার অপেক্ষা। আপাতত কোহলির নামের পাশে ৪৮ সেঞ্চুরি। তিন অঙ্কে যেতে না পারলেও সফল রান তাড়ায় ভারতের তরী লক্ষ্যে রাখেন কোহলিই। দ্বাদশ ওভারে ক্রিজে গিয়ে একপ্রান্ত ধরে রেখে ৮ চার ও ২ ছক্কায় সাজান নিজের ১০৪ বলের ইনিংস। রান তাড়ায় ভারতকে দারুণ সূচনা এনে দেন রোহিত, শুবমান গিল। প্রথম পাওয়ার প্লেতে আসে ৬৩ রান। দ্বাদশ ওভারে রোহিতকে বোল্ড করে ৭১ রানের জুটি ভাঙেন লকি ফার্গুসন। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪৮ রান করা রোহিত এবার ফেরেন ৪৬ রানে। ৪০ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে মারেন ৪টি ছক্কা। ফার্গুসনের পরের ওভারে ২৬ রান করা গিলও ড্রেসিং রুমের পথ ধরেন। দুই ওপেনারকে হারালেও দলকে চাপে পড়তে দেননি কোহলি ও শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেটে তারা গড়েন ৫২ রানের জুটি। ট্রেন্ট বোল্টের বাউন্সার পুল করতে গিয়ে উইকেট দিয়ে আসেন আইয়ার। ৬ চারে ২৯ বলে তিনি করেন ৩৩ রান। এরপর লোকেশ রাহুলের সঙ্গে কোহলির আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে জয়ের সঙ্গে ব্যবধান নেমে আসে একশর নিচে। খেলার মাঝে লেজার শোয়ের বিরতির পরের বলেই রাহুলের উইকেট হারায় ভারত। ৩ চারে ৩৫ বলে ২৭ রান করেন কিপার-ব্যাটসম্যান। পরের ওভারে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সুরিয়াকুমার ইয়াদাভ। তখনও জয়ের জন্য বাকি ছিল ৮২ রান। উইকেটে শেষ স্বীকৃত জুটি কোহলি-জাদেজা। হাতে পর্যাপ্ত বল থাকায় কোনো ঝুঁকি না নিয়ে ধীরেসুস্থে খেলার পথ বেছে নেন তারা। দলকে জয়ের দুয়ারে রেখে ফেরেন চলতি আসরে চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা কোহলি। বাকি কাজ অনায়াসেই সারেন জাদেজা। ম্যাচের প্রথমভাগে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ২০ রানের আগে ড্রেসিং রুমে ফেরেন দুই ওপেনার। প্রথম পাওয়ার প্লেতে আসে স্রেফ ৩৪ রান। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। নিজের প্রথম বলে উইল ইয়াংকে আউট করা শামি পরে ভাঙেন এই জুটিও। ১২ রানে জাদেজার হাতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া রবীন্দ্র খেলেন ৬ চার ও ১ ছক্কায় ৭৫ রানের ইনিংস। রবীন্দ্রর বিদায়ের পর সে অর্থে আর দম পায়নি কিউইদের ইনিংস। ৭০ রানে জীবন পাওয়া মিচেল একাই টেনে নেন দলকে। ঠিক ১০০ বলে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করেন মিচেল। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ। শেষ ওভারে শামিকে ছক্কা মারার চেষ্টায় ফেরার আগে ৯ চার ও ৫ ছক্কায় ক্যারিয়ার সেরা ১৩০ রান করেন মিচেল। এর আগের ওভারে পরপর দুই বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান শামি। সেটি করতে না পারলেও ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে দুইবার ৫ উইকেট নেন তিনি। ২০১৯ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ৬৯ রানে। ৩৩ বছর বয়সী পেসারের ওয়ানডেতে পাঁচ উইকেট আছে আর একবার। গত মাসে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৫১ রানে ৫টি। সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৭৩ (কনওয়ে ০, ইয়াং ১৭, রবীন্দ্র ৭৫, মিচেল ১৩০, ল্যাথাম ৫, ফিলিপস ২৩, চ্যাপম্যান ৬, স্যান্টনার ১, হেনরি ০, ফার্গুসন ১, বোল্ট ০*; বুমরাহ ১০-১-৪৫-১, সিরাজ ১০-১-৪৫-১, শামি ১০-০-৫৪-৫, জাদেজা ১০-০-৪৮-০, কুলদিপ ১০-০-৭৩-২)। ভারত: ৪৮ ওভারে ২৭৪/৬ (রোহিত ৪৬, গিল ২৬, কোহলি ৯৫, আইয়ার ৩৩, রাহুল ২৭, সুরিয়াকুমার ২, জাদেজা ৩৯*, শামি ১*; বোল্ট ১০-০-৬০-১, হেনরি ৯-০-৫৫-১, স্যান্টনার ১০-০-৩৭-১, ফার্গুসন ৮-০-৬৩-২, রবীন্দ্র ৯-০-৪৬-০, ফিলিপস ২-০-১২-০)। ফল: ভারত ৪ উইকেটে জয়ী, ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ শামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com