বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো, ফুলের মত ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো” এই শ্লোগানকে ধারণ করে সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় শহরের কামালনগর লেকভিউ সেন্টরের কনভেনশান হলরুমে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহর কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা, মুশাররফ আনসারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আব্দুর রহিম, শহর শাখার প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, উপদেষ্টা ড. মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে জেলা চেয়ারম্যান ইমামুল হোসেন, ব্যাংকর শাহানুর আলম, মেহেদী হাসান,সাদ্দাম হোসেন, নুরুন নবি, আরিফ বিল্লাহ, আনিসুর রহমান, শারাফাত হোসেন, মহিউদ্দীন, ইবাদুল ইসলামসহ অনেকে। পরে ১৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com