কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের বয়সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক ক্লাসরুম ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন স্থানীয় সরকার বিভাগ তত্ত্বাবধানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশনারা জামান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার প্রবীর মুখার্জি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাইকা প্রতিনিধি আসমাউল হুসনা, কালিগঞ্জ সরকারি স্কুলের সহকারি শিক্ষক জিএম আবু আব্দুলাহ প্রমূখ।