কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে কিষাণ মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুলে গতকাল বেলা ১১ টায় স্কুল হল রুমে পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে দীর্ঘদিন থেকে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরশন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী,উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, আ’লীগ নেতা এড. মোজাহার হোসেন কান্টু, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু , ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, পূজা উদজাপন পরিষদ কৃষ্ণনগর ইউনিয়ন সভাপতি তপন কুমার রায়,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ সুরুজ। কৃষ্ণনগর সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লা, শ্যামলী রানী সহ সাংবাদিক সুধীজন সাবেক শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ। কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমন্ডার ও সাবেক শিক্ষক টি.এম গোলাম মহিউদ্দিন,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, শিক্ষক ও সাংবাদিক আফজাল হোসেন, সমাজ সেবক কে.এম রওশান, শিক্ষক ইয়াছিন আলী,মিজানুর রহমান। অভিভাবক সুশান্ত কুমার ঘোষ,গ্রাম্য চিকিৎসক কামাল হোসেন, মাও: আয়ুব হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফজের আলী গাজী প্রমুখ। উল্লেখ্য বিগত ১০ অক্টোবর থেকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন,বিদ্যালটির নানা অনিয়ম নিয়ে অভিভাবকদের অ-সন্তোষ শিক্ষকদের মধ্য গ্রুপিং সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে।