কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কিষাণ মজদূর ইউনাইটেড অ্যাকাডেমিতে ‘প্রাণের মাঝে আয়’ এই শিরোনামে ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে মধ্যরাত্র ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়। হীরক জয়ন্তীর আয়োজন করেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির আহবায়কের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার আব্দুর গফুর সরদার। শিক্ষার্থীরা সকাল থেকে বিদ্যালয়টিতে আসতে শুরু করেন। অতীতের নানা স্মৃতিচারনের মধ্য দিয়ে সাবেক শিক্ষার্থীদের আড্ডায় মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা র্যালি করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনুষ্ঠানিকতা শুরু করেন। অনুষ্ঠানের উদ্বোধক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনজুর এলাহী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। কিষান মজদুর ইউনাইটেড একাডেমির সভাপতি কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুলের সভাপতিত্বে সাবেক ছাত্র লেখক ও কবি সম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ ডঃ একেএম আব্দুর রহমান, দেবহাটা খান বাহাদুর সরকারি আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশেক—ই— এলাহী, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন শ্যামনগর মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ওসমান গনি, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল গফুর সরদার, গ্রামীণ ব্যাংকের এজি,এম আজিজুর রহমান, মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৬৩ সালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা দৃষ্টিপাত কে জানান, এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা থাকলে আমরা যারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী আছি সকলে একসাথে মিলিত হওয়ার সুযোগ পাবো।