বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

কিয়েভের স্কুলে ড্রোন হামলা, নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : কিয়েভের একটি স্কুলে রুশ ড্রোন হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দেশটির জরুরি পরিষেবা প্রাথমিকভাবে রাজধানী কিয়েভের দক্ষিণে হামলায় তিনজনের নিহত হওয়ার কথা জানালেও পরে আরো একজনের মৃত্যুর খবর জানায়। কিয়েভের পুলিশের প্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, ‘নিহতের মধ্যে চতুর্থজনের বয়স ৪০ বছর। তিনি একজন ড্রাইভার ছিলেন।’ কিয়েভের প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে একটি উচ্চ বিদ্যালয়ে ড্রোনটি আঘাত হানে। জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, স্কুল ভবনটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের ছবিও প্রকাশ করা হয়। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া ইরানের তৈরি ২১টি ড্রোন দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে। যার মধ্যে ১৬টি গুলি করে ভ‚পাতিত করা হয়। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টুইটারে বলেছেন, ‘২০টিরও বেশি ইরানি ড্রোন, মিসাইল, অসংখ্য গোলাবর্ষণ… এবং এগুলো দিয়ে শুধু এক রাতেই রুশ সন্ত্রাসীরা ইউক্রেনে হামলা চালায়।’ সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com