শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

কুকুরের কামড়ে শতাধিক গরু-ছাগলের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

এফএনএস ॥ কুকুরের কামড়ে একের পর এক গরু-ছাগল মারা যাচ্ছে। রংপুরের গংগাচড়ায় এ ঘটনা ঘটেছে। গত তিন মাসে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শতাধিক গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানিয়েছে। এছাড়া কুকুরের আক্রমণের শিকার হয়েছে দুই শতাধিক গবাদিপশু, যার ৫০টিই চলতি মাস জানুয়ারিতে। কিন্তু এই অবস্থার প্রতিরক্ষায় কার্যকর উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে দিশেহারা হয়ে পড়েছে এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, এসব বেওয়ারিশ কুকুর যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় আমরা যারা ছাগল পালনকারীরা আছি আগামীতে আমাদের মাঝে বিরূপ প্রভাব ফেলবে। স্থানীয়রা জানান, আমরা নিম্ন আয়ের পরিবারগুলো এক-দুইটা ছাগল পালন করি। আমাদের বাড়ির মহিলারাও সংসারের সচ্ছলতা ফেরাতে দু-একটি করে ছাগল ও হাঁস-মুরগি পালন করে থাকেন। আমাদের তো আর সেই জমিজমা নেই। আমরা ফাঁকা মাঠে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াই। এই সুযোগে এসব বেওয়ারিশ কুকুর আমাদের ছাগল-গরুগুলোকে আক্রমণ করেছে। গংগাচড়া সদর ইউনিয়নের মেডিকেলপাড়া এলাকার মেহেরুনেছা দুই দিন আগে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে একটি ছাগলকে নিয়ে গিয়েছিলেন। তার ছাগলটি প্রায় ১৫ থেকে ২০টি কুকুরের আক্রমণের শিকার হয়। তাই তিনি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করিয়েছেন। ছাগলটি এখন সুস্থ। মেহেরুন্নেছা জানান, ‘হামরা গরিব মানুষ, এই রকম করি যদি ছাগল-গরুগুলো কুকুরে কামরায় তা হইলে কেমন কি হামরা ছাগল-গরু পোষমো।’ একই এলাকার নূরী বেগম গণমাধ্যমকে বলেন, ‘কয়েক দিন আগত হামার তিনটা ছাগল খায়া ফেলাইছে ১০ থেকে ১২টা কুকুর। এই কুকুরগুলা এলাকাত হাঁস-মুরগি-ছাগল কিছুই থোয়চোল না। এই গুলার জ্বালায় কেমন করি একনা জিনিস পোষমো। কিছু দিন আগত পাশের বাড়ির কাদেরের প্রায় ২০ হাজার টাকার ৫টা ছাগল খায়া ফেলাইছে। সরকার কি এইগুলার ব্যবস্থা না নেয়।’ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রতিদিন যে হারে কুকুর কামড়ানো ছাগল আসতেছে তাতে আমরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, বিষয়টি সমাধানে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com