স্টাফ রিপোর্টা ঃ সাতক্ষীরা পৌরসভার কুখরালী সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ ও সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডল। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, শেখ মোশাররফ হোসেন, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, রফিকুল সরদার, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব ও জামশেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন শিক্ষক শেখ হালিমুজ্জামান। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে মরহুম মোহাম্মদ হোসেনের বাড়ি মোড় থেকে নুর মনোয়ারের বাড়ির পর্যন্ত ৮৫২ ফুট রাস্তা ১৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।