তালা প্রতিনিধি \ তালার কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তালা উপজেলার কুমিরা বলফিল্ড চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম আব্দুল মালেক সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ—সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার মহাব্বত আলী, যুগ্ম—সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান হাফিজ, আবেদুল হক মুন্না। কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম—আহবায়ক আলী হোসেন, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, খলিশখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ নুর আহমাদ, তালা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, আনিসুজ্জামান, শ্রমিক দলের সদস্য সচিব শামারুল ইসলাম মিলন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আব্দুল মান্নান মিঠু, যুবনেতা মেহেদী হাসান, শাহিনুর রহমান, মীর মিন্টন, সাবেক ছাত্রনেতা খাঁন নাজমুল হুসাইন প্রমুখ। এ সময় প্রধান অতিথি হাজার হাজার মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।