পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটা কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিরা স্কুলের সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সজীবুদ্দৌলা (সজিব), সহকারী শিক্ষক পরিমল রায়, মোঃ মফিদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন, মোঃ আব্দুলাহ আল মামুন, জাহাঙ্গীর হোসেন, রবীন্দ্রনাথ মন্ডল, অমর নাথ মন্ডল, টিশান কুমার দাশ, শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নব কুমার পাইন। প্রধান অতিথি বক্তব্যে বলেন স্কুলের সুনাম রক্ষা করার জন্য শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ঐক্যান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রধান অতিথি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, আগামী এস.এস.সি পরীক্ষায় তালা উপজেলার মধ্যে ফলাফলের দিক থেকে অত্র স্কুল সবার প্রথমে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।