স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা ও পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রমান্বয়ে হুমকির মুখে। বিদ্যালয় দু’টির ভবন যে কোন সময়ে ঘেরের পানিতে বিলীন হতে পারে। বিদ্যালয় সংলগ্ন ঘেরের কারনে প্রতিনিয়ত পানি বিধৌত হচ্ছে বিদ্যালয় ভবনের আশপাশের অংশ এবং ঘেরের সাথে একাকার হচ্ছে মূল ভবন সংলগ্ন মাটি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে বিদ্যালয়ের অংশ বিশেষ পানিতে মিশে আছে এবং প্যালেষ্টার ধুইয়ে ইট বেরিয়ে পড়েছে। একদিকের ঘের বেষ্টিত অন্যদিকে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া আসার সড়কটি ঘেরের পানিতে বিলীন হওয়ার উপক্রম এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন সাতক্ষীরা জেলা প্রশাসক সহ উর্দ্ধন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। প্রধান শিক্ষক শাহাজাহান আলী বিদ্যালয় ভবন এর হুমকির বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরকে লিখিত ভাবে জানিয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন বলেন বিদ্যালয় দু’টি ক্ষতির একমাত্র কারন ঘেরের পানি। যাদের কারনে এ অবস্থা তাদের কে বিশেষ উদ্যোগী হওয়া উচিৎ সরকারী সম্পদ রক্ষায় যা যা করার তা করবে প্রাথমিক শিক্ষা দপ্তর।