দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার’র সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, দেশখ্যাত আলেম কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ—সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর শিক্ষাবীদ মাওঃ অলিউল ইসলাম, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি মাওলানা রুহুল আমিন, মাসুম খান চৌধুরী, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাও: নুরুল ইসলাম, মাষ্টার মনিরুজ্জামান, মাও: মুজাহিদুল আলম, মাও: ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, টিম সদস্য মাও: আমিনুর রহমান, ক্বারী রুহুল আমীন, আব্দুল হালিম শেখ, হাফেজ আব্দুস সাত্তার, মাও: আবু সাঈদ প্রমূখ। সাতক্ষীরা তিন আসনের সংসদ সদস্য প্রার্থী দেশখ্যাত আলেম মুহাদ্দিস রবিউল বাসারের উপস্থিতির খবরে জামায়াত নেতা কর্মি সমর্থকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারন মানুষের উপস্থিতি ঘটে।