দেবহাটা অফিস \ কুলিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের আয়োজনে গরিব, অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। গতকাল কুলিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার প্রদানে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোজাহিদুল আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারী অলিউল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, সহ—সেক্রেটারী রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সহ—সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সহ—সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, অফিস সেক্রেটারী হাফেজ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। হত দরিদ্র দুঃস্থ গরীব মানুষগুলোর ঈদ সামগ্রী পেয়ে বিশেষ সন্তষ্টি প্রকাশ করতে দেখা যায়।জামায়াত আমীরশিক্ষবিদ মাওঃ অলিউল ইসলাম বলেন,জামায়াতে ইসলামী সহ তার যুব বিভাগ,ছাএ শিবির, শ্রমিল কল্যান সহ জামায়াত সংশ্লিষ্ট সকল সংগঠন গরিব ও দুঃস্থদের পাশে থাকবার চেষ্টা করে চলেছে।