দেবাহাটা অফিস \ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়কারী ও অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (অ্যাব) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আইয়ুব হোসেন মুকুল কুলিয়া এলাকায় সমাবেশ করেছে। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সমাবেশ পূর্বে তিনি সমর্থক ও দলীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম লিটন, নলতার সাবেক ছাত্রদল সভাপতি ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, নলতা কৃষকদল আহ্বায়ক উসমান, সদস্য সচিব হাবিবুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা তিন আসনে ধানের শীষকে বিজয়ী করতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ক্যাপশন: কুলিয়ায় বক্তব্য রাখছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন মুকুল।