দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়ার অতি প্রাচীন (ছয়শত পঞ্চাশ বছর) এর জামে মসজিদটির আধুনিকায়ন, বহুতল বিশিষ্ট ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করলেন দেবহাটার পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব খ্যাত প্রাক্তন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (প্রাক্তন) এ্যাড: স,ম গোলাম মোস্তফা। গতকাল সকালে বিপুল সংখ্যক মুসুলী ও এলাকাবাসির উপস্থিতিতে তিনি ভিত্তি প্রস্তর ও আধুনিকায়নের উদ্বোধন করেন। উদ্বোধীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্পাদক বাবুল রহমান, মোশাররফ মেম্বর, আঃ মান্নান, আলহাজ্ব আব্দুছ ছামাদ, আ’লীগ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, জাকির হোসেন, দেলদার রহমান, মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব আবুল হাসান, উদ্বোধক এ্যাড. স.ম গোলাম মোস্তফা উপস্থিত মুসুলী, এলাকাবাসি ও মসজিদ নির্মানের সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন মসজিদ হলো পৃথিবীর সর্বাপেক্ষা পবিত্রতম স্থান, তিনি আরও বলেন এই মসজিদ কেবল অতি প্রাচীন নয় কুলিয়ার প্রজন্ম হতে প্রজন্ম এই মসজিদকে ধারন করেছে, আমরা যারা উপস্থিত আছি তাদের পিতা, পিতা সহ পূর্ব পুরুষরা এই মসজিদেই নামাজ আদায় সহ এবাদত করেছেন। মসজিদ নির্মানে তিনি সলকে এগিয়ে আসার আহবান জানান।