দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোনাজাত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। একাত্তরের বীর সেনানী মরহুম এই বীর মুক্তিযোদ্ধা রবিবার বিকালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল সকাল এগারটায় দেবহাটা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা। নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিক মরহুমের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন।