দেবহাটা অফিস ॥ দেবহাটার কুলিয়ায় হামলায় আহত হয়েছে মাছুম খান চৌধুরী। গতকাল বিকালে তার বাড়ীতে যেতে সাবল দিয়ে মাথায় আঘাত করেছে একই এলাকা রুহুল আমিনের পুত্র স্বরন, শিহারও গিয়াসউদ্দীন খান চৌধুরীূূর পুত্র একরামুল ও মিথুন বলে জানিয়েছেন সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন মাছুম খান চৌধুরীূ কুলিয়অর পরিচিত মখ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সংশ্লিষ্ট মাছুম খান চৌধুরীর উপর হামলার পর পরই মাথায়দিয়ে রক্তপাত হলে পরিবারের সদস্যরা সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে। দুই পক্ষেরমধ্যে বদানুবাদও গোলাযোগহলে তিনি থামিয়ে দিয়ে বাড়ীতে আসলে পারিবারীক বিরোধের কারনে তার চাচাতো ভাই গিয়াসউদ্দীন খানের ইন্ধনে তার উপর শাবলদিয়ে হামলা হয়েছে বলে জানানমাছুম খান চৌধুরী। এ বিসয়ে পুত্র আনাছ খান চৌধূরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।