দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়ার কোকাকোলা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি (এস আর) হাবিবুলাহ সরদার সাগর সন্ত্রাসী হামলায় আহত হয়ে সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় উক্ত বিক্রয় প্রতিনিধিরা কাচু থেকে পঁচাশি হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে আহত হাবিবুলাহ এবং এ বিষয়ে কুলিয়ার মহিউদ্দীন আহমদ লাল্টুর পুত্র সিফাত হোসেনের বিরুদ্ধে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার, কোমল পানীয় সরবরাহ করা, ফেরৎ নেওয়া বা দেওয়া বিষয়ে গোলযোগের সূত্রপাত। কোমল পানীয় সরবরাহ পরবর্তি মেয়াদ যুক্ত পানীয় সরবরাহ করা হলেও উক্ত মেয়াদ উত্তীর্ণ পানীয় পরিবর্তে পানীয় না নিয় টাকা ফেরৎ চাইলে গোলযোগের সূত্রপাত। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ে করেছে বলে জানাগেছে।