সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুল্যায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ মহান পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় কাদাকাটি বাজার সংলগ্ন এলাকা থেকে এসব অসহায় পরিবারের সদস্যদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। অনলাইন সাদাকা বক্স এর অর্থায়নে সেমাই, চিনি, নুডুলস ও ডাউল এর এ প্যাকেজ বিতরণ করেন, সংগঠনটির সভাপতি রোকনুজ্জামান, সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সদস্য সাইদুল্লাহ। সংগঠনটির সভাপতি জানান, অনলাইন সাদাকা বক্স নামের এই সংগঠনটি বিগত এক বছরে শতাধিক পরিবারকে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এছাড়াও বিভিন্ন সময় অসহায়দের মাঝে নগদ টাকা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতে এই সংগঠনটি আরও বড় পরিসরে অসহায়দের নিয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসময় তিনি এ সংগঠনটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com