বিশেষপ্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ওয়ার্ড আ’লীগ সভাপতির পিতা ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি অইন্না ইলায়হি রাজেউন)। ইউনিয়নের ২নং ওয়ার্ড গুনাকরকাটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান সরদারের পিতা মতিয়ার রহমান (৯৩) বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুর ১ টার দিকে তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। এদিন বাদ মাগরীব গুনাকরকাটি পীর কেবলার মাজার চত্বরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্খানে মরহুমকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মাওঃ আনারুল ইসলাম। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী, সহ সভাপতি শিকদার নজির উদ্দিন, আবু তালেব গাজী, হুমায়ুন কবির মন্টু, গোলাম মোস্তফাসহ সর্বস্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।