শনিবার, ২২ জুন ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ শ্রীপুরে আ’লীগের প্রস্তুতি সভা দক্ষিণ শ্রীপুর জেলা জাতীয় শ্রমিকলীগের প্রস্তুতি সভা বহেরায় যুবকের আত্মহত্যা ধ্বংসের মুখে দেশের চামড়া শিল্প ঃ পানির দামে বিক্রি হচ্ছে চামড়া পাঁচ ইসরাইলি সেনাকে হত্যা করলো হামাস পাইকগাছায় বজ্রপাতে ঘের কর্মচারী নিহত পূর্নবাসন কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোকে এগিয়ে আসতে হবে….. এমপি রশীদুজ্জামান নবনির্মিত ভ্যাট কমপ্লেক্স উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের করুন মৃত্যু ও গুরুতর আহত এক

কুল্যায় গ্যাস ট্যাবলেট খেয়ে অন্তঃসত্তা গৃহবধূর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনির কুল্যায় গ্যাস ট্যাবলেট খেয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গৃহবধুর কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইসমাইল সরদারের স্ত্রী ও কুল্যা গ্রামের মুনসুর সরদারের মেয়ে তাসলিমা খাতুন (২৫)। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয় এবং শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে। মৃত তাসলিমার পিতা জানান, বৃহস্পতিবার তাসলিমা শ্বশুর বাড়ি থেকে বুধহাটা বাজারে আসে এবং সেখান থেকে গ্যাস ট্যাবলেট কিনে খায়। পরবর্তী পেটের ব্যাথা শুরু হলে বাহাদুরপুর শ্বশুরবাড়ি গিয়ে ছটফট করতে থাকে। সেখান থেকে তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে ও পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদস হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে শ্বশুরবাড়ি বাহাদুরপুর গ্রামে পারিবারিক কবরস্থানর তাকে দাফন করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য পাঠাই। ময়না তদন্ত শেষে আজ শুক্রবার তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com