বিশেষ প্রতিনিধি/কুল্যা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে কাঁচামাল বহনকারী খাটবডি নছিমনের ধাক্কায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। বুধবার আনুমানিক দুপুর ১টার দিকে আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর গ্রামের ইব্রাহিম খলিল তার ভাড়ায় চালিত নছিমন বোঝাই করে কাঁচামাল নিয়ে তালা উপজেলার দলুয়া থেকে কাদাকাটি বাজারে যাচ্ছিলেন। ঘটনার সময় আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পৌঁছালে ঐ গ্রামের মাহমুদ আলী সরদারের প্রতিবন্ধী ছেলে শিশু আদনান (৮) রাস্তা ক্রসিং এর সময় ভ্যানের সামনের অংশে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে গুরতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর এশা বাদ জানাজার নামাজ শেষে ঐ শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।