এম এম নুর আলম \ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছয় দলীয় কুল্যা সুপারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কুল্যা আশ্রম মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আকর্ষণীয় এই ফাইনাল খেলায় কুল্যা টাইগার্স দল ও কুল্যা সুলতানস দল পরষ্পরের মুখোমুখি হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুল্যা টাইগার্স দল নির্ধারিত ১২ ওভারের ১১ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১০১ রান করে। জবাবে কুল্যা সুলতানস দল ব্যাট করতে নেমে ৮ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে প্রতিপক্ষের দেওয়া রান টপকিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রানা ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন একই দলের মিঠুন। মনোমুগ্ধকর এই খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, রুবেল হোসেন ও রিপন মোড়ল। স্কোরার ছিলেন, শাওন হোসেন। ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীর সভাপতিত্বে খেলা শেষে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। আওয়ামী লীগ নেতা মিকাইল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস পলাশ, তরুন আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, সমাজসেবক ফিরোজ আহমেদ জজ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, বিশিষ্ট আইনজীবি দেবাশীষ মুখার্জি প্রমূখ। রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায় এসময় আশাশুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসকে হাসান, সদস্য জ্বলেমিন হোসেন, সমাজসেবক ইসমাইল হোসেন, গৌর কর্মকার, মাসুদ রানাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।