কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের কুশোডাঙ্গা বাজার থেকে নগদ টাকাসহ পানি সাপ্লাইয়ের দুটি মটর দোকানের তালা ভেঙ্গে চুরি করেছে চোরেরা। গত বুধবার গভীর রাতে কুশোডাঙ্গা বাজারে চুরি হয়। কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত মাওলা বক্সের পুত্র মোঃ আঃ রাজ্জাক জানায়, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই, ফজরের আযান হলে ঘুম ভেঙ্গে যায়। ফজরের নামায পড়তে যাই, নামায পড়া শেষ হলে ঘর মালিক মোঃ এনামুল হক আমার জানান, তোমার দোকান থেকে পানি বের হচ্ছে, আমি দোকানে যেয়ে দেখি, দোকানের সাটারের তালা ভাঙ্গা, ঘরে ঢুকে দেখি ড্রয়ারের তালা ভাঙ্গা, ড্রয়ারের ভিতরে ১০হাজার ৭শত টাকা ছিলো আর দুইটি পানি সাপ্লাইয়ের মটর চুরি হয়েছে।