মোঃ আলীহোসেন কুশোডাঙ্গা কলারোয়া থেকে \ তাপদাহে কষ্টার্জিত একমাত্র আমন ফসল জ্বলে লালচে হয়ে নষ্ট হচ্ছিল বৃষ্টির অভাবে। গত কয়েকদিন ধরে বৃষ্টির জন্য হাহাকার চলছিল কৃষকদের মধ্যে। এমতাবস্থায় নামল স্বস্তির বৃষ্টি। এতে হাসির ঝিলিক ফুটে উঠল কলারোয়ার কুশোডাঙ্গার ইউনিয়নের কৃষকদের চোখে মুখে। গত রবি বার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা উপজেলার বৃষ্টি হয়। সন্ধা পর্যন্ত বৃষ্টিতে ভিজিয়ে দিলো কুশোডাঙ্গা সর্বত্র। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কুশোডাঙ্গা অন্যতম সর্বৃহৎ ছোট বড় ১০টি গ্রামের মাঠের পর মাঠে বোরো ফসলের সবুজের সমরোহ। টানা খরতাপে ফসল জ্বলে লালচে হয়ে যাচ্ছিল। ফলে দুশ্চিতায় ভুগছিলেন কৃষকরা। অবশেষে রবিবার বৃষ্টি হওয়াতে খুশি কুশোডাঙ্গার কৃষক। কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের কৃষক মোঃ শফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টির জন্য কৃষকদের মধ্যে হাহাকার দেখা দেয়। তাপদাহে ফসল জ্বলে যাচ্ছিল। রবিবার রাতে বৃষ্টি হওয়ায় খুবই ভালো লাগছে। এবার ৩ বিঘা জমিতে আমন আবাদ করেছি। খরায় কিছু জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। কলারোয়ায়া উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, বৃষ্টি হওয়ার ফলে প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে বাম্পার ফলন হবে। খরার কারণে কিছু চারা নস্ট হবার পথে ছিলো আমাদের পরামর্শ অনুযায়ী সেচ দেবায় আলাহর রহমতে আর কোনো সমস্যা হবে না।