এফএনএস: ঘন কুয়াশার কারণে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া—ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, সকালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ওই ট্রাকের পেছনে থাকা আরও একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।