মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১০টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান। মৃত রকিবুল ইসলাম (২৫) ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি পুলিশের কনস্টটেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন। গতকাল বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে ফ্রেস হয়। পরে আবার নিজ কক্ষে ঢ়ুকে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরই পরিবারের লোকজন টের পেয়ে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com