এফএনএস: কুষ্টিয়ার দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। এর মধ্যে শনিবার রাতে খোকসা উপজেলায় দুই মোটসাইকেল আরোহী এবং গতকাল রোববার সকালে সদর উপজেলায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (২০) ও আসলাম আলিসহ (২৩) পাঁচ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাব্বির ও আসলামকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির ও আসলাম উপজেলার সোমসপুর গ্রামের বাসিন্দা বলে জানান ওসি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এবং নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি আশিকুর রহমান। এদিকে গতকাল রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় ইঞ্জিনচালিত নছিমন ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ৪৫ বছরের এনামুল নছিমনের যাত্রী ছিলেন। তিনি ছাড়াও নছিমনের আরও দুই যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছে। এনামুল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত আজব মালিথার ছেলে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আসিফ ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।